প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার দীপিকা পাড়ুকোন! তেমনটাই শোনা যাচ্ছে। ২০১৭ অস্কারের রেড কার্পেটে নাকি দেখা যাবে দীপিকাকে। তিনি নিজে অবশ্য এই নিয়ে মুখ খোলেননি। ইঙ্গিতটা দিয়েছেন তাঁর হেয়ার স্টাইলিস্ট এলিজাবেথ সালট্জম্যান। ‘এক্স এক্স এক্স: দ্য জ্যান্ডার কেজ’–এর সাফল্যের জন্য লস এঞ্জেলেসে পার্টির আয়োজন করেছেন প্রযোজক।
যোগ দিতে যাচ্ছেন এলিজাবেথ। জানান, সেখানেই দেখা হবে দীপিকার সঙ্গে। তার পর অস্কারের মঞ্চ। সোশ্যাল সাইটে তাঁর পোস্ট, ‘অস্কার, আমরা আসছি’। সেখানে দীপিকাকে প্রেজেন্টারের ভূমিকায় দেখা যাবে কিনা, জানা যায়নি।
দীপিকার প্রথম হলিউডি ছবি ‘এক্স এক্স এক্স: দ্য জ্যান্ডার কেজ’ ইতিমধ্যেই দুনিয়া জুড়ে ৩০ কোটি ডলারেরও বেশি ব্যবসা করেছে। এই বছরে ব্যবসার নিরিখে এখন পর্যন্ত সর্বাধিক।
সূত্র: আজকাল
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের