kalerkantho


১০০ কোটির ক্লাবে 'জলি এলএলবি-২'

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:১৮১০০ কোটির ক্লাবে 'জলি এলএলবি-২'

গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিলো অক্ষয় কুমার অভিনীত 'জলি এলএলবি-২'। আর মুক্তির ১২ দিনের মাথাতেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল সিনেমাটি। মঙ্গলবার টুইট করে ফিল্ম সমালোচক তরন আর্দশ একথা জানিয়েছেন। এরপরেই ছবির প্রশংসায় একের পর এক শুভেচ্ছায় ভরে যায় টুইটার। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে যায়, 'জলি হিটস সেঞ্চুরি' কথাটি।

সিনেমায় জগদীশ ওরফে জলি মিশ্রর ভূমিকায় অভিনয় করেন অক্ষয়। এছাড়া অভিনয় করেন সায়নী গুপ্ত, অনু কাপুর, হুমা কুরেশি প্রমুখরা। পরিচালক সুভাষ কাপুর। এটিই তার প্রথম ছবি, যেটি ১০০ কোটির ক্লাবে ঢুকতে পেরেছে। এর আগে ২০১৩ সালে মুক্তি পেয়েছিল আরশাদ ওয়ারশি, বোমান ইরানি অভিনীত জলি এলএলবি। এই সিনেমাটি সেটিরই সিক্যুয়েল। তরন আদর্শের ঘোষণার পরে অনেকেই টুইট করে অক্ষয়ের প্রশংসা করতে থাকে।মন্তব্য