kalerkantho


ইনস্টাগ্রামে টপলেস ব্রিটনি স্পিয়ার্স

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:২৫ইনস্টাগ্রামে টপলেস ব্রিটনি স্পিয়ার্স

এখনও ফুরিয়ে যাননি তিনি- প্রমাণ দিলেন ইনস্টাগ্রামে নিজের টপলেস ছবি পোস্ট করে। আবারো পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে সবাই টপলেস দেখতে পেলেন! ইনস্টাগ্রামে ব্রিটনি সোমবার ছবিটি পোস্ট করার পর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরগরম।

ব্রিটনি, লাখো তরুণের চোখের ঘুম হারাম করেছিলেন প্রায় ২০ বছর আগে। প্রথম সিঙ্গেলস 'ওয়ান মোর টাইম' এর ভিডিওতে মোহনীয় উপস্থিতি দিয়ে! এখনও আগের মতোই মোহনীয় ব্রিটনি! দুনিয়াজুড়ে ভক্তদের এই ছবির মাধ্যমে হয়ত এটাই বোঝাতে চাইলেন ৩৫ বছর বয়সী এই গায়িকা।
সূত্র : এফএইচএম

 মন্তব্য