kalerkantho


ভোট দিতে পারলেন না সেলিব্রিটি

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:২৩ভোট দিতে পারলেন না সেলিব্রিটি

ভোট। ভোটগ্রহণ ঘিরে সকাল থেকেই বিভিন্ন বুথে ভিড় ছিল সেলিব্রিটিদের। শচীন টেণ্ডুলকার, শাহরুখ খান, রণবীর সিং, অনুশকা শর্মা-কে ছিলেন না এই তালিকায়। ভোট দেন সকলেই। কিন্তু বিপত্তি হয় বরুণ ধাওয়ানের। ভোট দিতে গিয়ে দেখেন ভোটার লিস্টে নামই নেই তার। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পেরে বেশ আশাহত এই বলিউড তারকা।

সকাল সকাল ভোট দিতে এসেছিলেন বরুণ। কিন্তু পোলিং অফিসাররা ভোটার লিস্টে কোথাও তার নামই খুঁজে পাননি। বরুণ নিজেও বেশ কয়েকবার তালিকাটিতে চোখ বোলান। অগত্যা ভোট না দিয়েই ফিরতে হয় ২৯ বছর বয়সী এই বলিউড তারকাকে।

পরে সংবাদ সংস্থা এনআই'কে তিনি জানান, ঘটনাটি আমার কাছে অদ্ভুত লাগল! গতবারও আমি ভোট দিয়েছি। অথচ এবার ভোটার তালিকায় আমার নামটাই নেই। তিনি নির্বাচন কমিশনে যাওয়ার কথাও বলেন। তবে বরুণ এ বছর ভোট দিতে না পারলেও, সকলে যেন নিজের ভোটটি দেন, তার অনুরোধ করেন।

 মন্তব্য