kalerkantho


বনসালির ছবি থেকে বাদ পড়লেন কঙ্গনা!‌

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:৪০বনসালির ছবি থেকে বাদ পড়লেন কঙ্গনা!‌

সম্প্রতি তিনি জানিয়েছিলেন, তিন খানের সঙ্গেই ছবি করতে চান। কিন্তু কঙ্গনা রানাওয়াতের সেই স্বপ্ন আপাতত অপূর্ণই থাকছে। শাহরুখ খানের বিপরীতে সঞ্জয়লীলা বনসালির ছবি করা হচ্ছে না। বাদ দিয়েছেন খোদ পরিচালক। ফের ঐতিহাসিক চরিত্র নিয়ে ছবি করার কথা ভাবছেন বনসালি। চিত্রনাট্যও নাকি লেখা হয়ে গেছে।

‘পদ্মাবতী’‌র শুটিং শেষ করে সেই ছবিতে হাত দেয়ার কথা। ছবির দুটি চিত্রনাট্য লিখে শাহরুখকে পাঠিয়েছিলেন। শাহরুখ নাকি একটিতে সম্মতি দিয়েছেন। কঙ্গনার সঙ্গে প্রাথমিকভাবে ছবি নিয়ে কথা হয়। রাজি হন কঙ্গনাও। তার পর যদিও চিত্রনাট্য আর পড়াননি। কেন?‌ বলতে চাননি বনসালি। তবে তিনি নাকি এই চরিত্রে নতুন নায়িকার খোঁজ করছেন।

সূত্র: আজকালমন্তব্য