kalerkantho


মুম্বাইয়ের ব্যস্ত সড়কে শাহরুখপুত্র আবরাম (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৫০মুম্বাইয়ের ব্যস্ত সড়কে শাহরুখপুত্র আবরাম (ভিডিও)

তিন সন্তানের মধ্যে কনিষ্ঠপুত্র আবরাম খানের সঙ্গে সময় কাটাতে একটু বেশি পছন্দ করেন শাহরুখ খান। এইত ক'দিন আগে হাজার মানুষের ভিড়ের মধ্য দিয়ে ছেলেকে নিয়ে মুম্বাইয়ের জুহু সমুদ্রসৈকতে ঘুরে এসেছিলেন তিনি। এবার তাকে নিয়ে মুম্বাইয়ের ব্যস্ত সড়কে গাড়ি ভ্রমণে বেরিয়ে পড়লেন কিং খান।

সম্প্রতি এমনই একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহরুখ। যেখানে দেখা যাচ্ছে, বাবার সঙ্গে গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আবরাম। আর তাকে একনজর দেখতে ভিড় করছিলেন সবাই। এখানেই শেষ নয়, মোটরসাইকেল আরোহীরাও তাকে দেখে ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলেন।

 মন্তব্য