kalerkantho


আবারও আইটেম গানে কণ্ঠ দিলো ঐশী

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৩:১৭আবারও আইটেম গানে কণ্ঠ দিলো ঐশী

তরুণ সংগীতশিল্পী ঐশী প্রথম আইটেম গানে কণ্ঠ দিয়েছিলেন সোহেল আরমানের ছবি 'ভ্রমর' এ। এবার দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রের বিশেষ ধরনের এ গান গাইলেন তিনি। এটি নিরব ও কলকাতার প্রিয়াঙ্কা অভিনীত এবং রফিক শিকদার পরিচালিত নতুন ছবি 'হৃদয় জুড়ে'। গানের প্রথম বাক্যটা এমন- দিলে দিলে মারে তালা, এই অন্তরে বাড়ে জ্বালা। লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ন। ঐশী বলেন, আইটেম গানগুলো সত্যিই মজার হয়। এটিও তাই। বেশ ভালো লাগবে বলে মনে হচ্ছে।

রফিক শিকদারের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালিত ছবি 'হৃদয় জুড়ে'। নিরব ও প্রিয়াঙ্কা ছাড়াও এতে আরও অভিনয় করছেন আলী রাজ ও মিশা সওদাগার। এদিকে, ২০১৫ সালে বাজারে আসে ঐশীর প্রথম অ্যালবাম 'ঐশী এক্সপ্রেস'। এরপর তার আরও দুটি একক অ্যালবামের কাজ হয়েছে। এছাড়া গত বছর কুমার বিশ্বজিতের সুর ও সংগীতে প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন ঐশী। এরপর বেশ কিছু ছবিতে প্লেব্যাকে তাকে পাওয়া গেছে।মন্তব্য