kalerkantho


করণের ছবিতে দিশার বদলে সাইফ কন্যা সারা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:২৯করণের ছবিতে দিশার বদলে সাইফ কন্যা সারা

করণ জোহরের নতুন ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার টু–এর সিক্যুয়েলে দিশা পাটানির জায়গায় অভিনয় করবেন সাইফ কন্যা সারা আলি খান। এই ছবিতেই ডেবিউ করছে সারা। ছবিতে সারার বিপরীতে থাকবেন জ্যাকি পু্ত্র টাইগার স্রফ। পরিচালক পুতিন মলহোত্রা কয়েকদিন আগেই জানিয়েছিলেন করণের ছবিতেই ডেবিউ করবেন সাইফ কন্যা, কিন্তু সে ছবি যে স্টুডেন্ট অব দ্য ইয়ার টু হবে সেটা কেউ আঁচ করতে পারেননি।

এর আগে গুঞ্জন ছিল মারাঠি ছবি সাইরতের অনুকরণে করণ জোহর যে ছবি তৈরি করছেন তাতে ডেবিউ করবেন সারা। টাইগার স্রফ দিশা পাটানিকে ছবিতে নেয়ার অনুরোধ করেছিলেন বলেই স্টুডেন্ট অব দ্য ইয়ার টু–এ নায়িকা করা হয়েছিল তাঁকে। হঠাৎ নায়িকার নাম বদলে গুঞ্জন শুরু হয়েছে বি–টাউনে।

সূত্র: আজকালমন্তব্য