kalerkantho


নতুন ছবি নিয়ে বালাজির কামব্যাক

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:২৭নতুন ছবি নিয়ে বালাজির কামব্যাক

নতুন ছবি নিয়ে বলিউডে আবার ফিরছে 'বালাজি মোশন পিকচার'। ইমতিয়াজ আলির ভাই আরিফ আলির পরিচালনায় 'লায়লা মজনু' ছবিটি প্রযোজনার মাধ্যমেই বালাজির এই কামব্যক বলে জানা গেছে। কয়েক মাস আগে এই নতুন ছবির কথা ঘোষণা দিলেও তারপর থেকে ছবি সংক্রান্ত কোনও খবরই পাওয়া যাচ্ছিলনা। তবে এই ছবিতে দেখা যাবে বেশ কিছু নতুন মুখ। 

কাশ্মীরের হিন্দু–মুসলিমের প্রেমকাহিনী নিয়ে এই ছবির গল্প। পরিচালক আরিফ আলি এই ছবির জন্য কাশ্মীরি অভিনেতা–অভিনেত্রীদের নিয়েছেন। আরিফের প্রথম সিনেমা 'লেকার হম দিওয়ানা দিল' সেভাবে বলিউডে হিট না করলেও, বালাজি প্রযোজিত এই সিনেমা নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। বালাজি এই সিনেমাটি ছাড়াও পরিচালক নিখিল আদবানির 'বাজার' ছবিটিও প্রযোজনা করছে। 'লায়লা মজনু' র শুটিংয়ের পর 'বাজার' ছবির শুটিং শুরু হবে।  মন্তব্য