kalerkantho


মেয়ে দ্বিতীয় আলিয়া হোক চাই না, বললেন সাইফ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০৩:১৮মেয়ে দ্বিতীয় আলিয়া হোক চাই না, বললেন সাইফ

বয়স ২১। ইতোমধ্যেই ধর্ম প্রোডাকশনের একটি ছবিতে সই করে ফেলেছেন তিনি। আর সেটা দিয়েই নাকি বলি ডেবিউ হবে সাইফ আলির কন্যা সারা আলি খানের। বলি মহলের জোর খবর, ইন্ডাস্ট্রিতে সারা আসছেন পরিচালক করণ জোহরের হাত ধরে। কিন্তু সাইফ নাকি কোনোভাবেই চান না তার মেয়ে দ্বিতীয় আলিয়া ভাট তৈরি হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক খান পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য জানিয়েছেন, আলিয়ারও ডেবি‌উ হয়েছিল কর্ণের হাত ধরেই। এখন তিনি নামজাদা অভিনেত্রী। কিন্তু এই মুহূর্তে সেই পথে সারাও হাঁটুক চান না সাইফ। যদিও কেরিয়ারের ক্ষেত্রে বাবা হিসেবে সারাকে কোনও জোর করবেন না তিনি। কিন্তু বছরে একটি করে ছবি করার পাশাপাশি পড়াশোনাও শেষ করেন সারা। বাবা হিসেবে এমনটাই চান ছোটে নবাব।মন্তব্য