kalerkantho


অবশেষে উদঘাটন হলো শ্রুতি হাসানের প্রেমের রহস্য

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:৩০অবশেষে উদঘাটন হলো শ্রুতি হাসানের প্রেমের রহস্য

শ্রুতি হাসান ও মাইকেল কোরসেলগত তিন মাস ধরে শ্রুতি হাসানকে নিয়ে ব্যাপক গুঞ্জন। চুটিয়ে প্রেম করছেন তিনি। কিন্তু কার সঙ্গে? তারই তল খুঁজে পাচ্ছেন না গুঞ্জনওয়ালারা। শুধু এটুকু জানা গেছে, লন্ডন প্রবাসী এক যুবকের সঙ্গে শ্রুতির ঘনিষ্ঠতার কথা।

এবার অবশ্য রহস্যময় এই প্রেমের রহস্য খানিক উদঘাটন হলো। নিশ্চিত হওয়া গেছে, লন্ডনের ওই যুবকের নাম মাইকেল কোরসেল। তিনি অভিনেতাও বটে। কিছুদিন আগে মুম্বাই থেকেও ঘুরে গেছেন কোরসেল। এরপর বিশ্ব ভালোবাসা দিবসে শ্রুতি নিজেই ছুটে গেলেন লন্ডনে, তার কাছে।
ভালোবাসা দিবসটা উদযাপন করলেন প্রেমিকের সঙ্গেই। কারণ, এদিন লন্ডন শহরে দুজনকে ঘুরে বেড়াতে দেখেছেন অনেকেই। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন নন্দিত অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি। এর আগেও শ্রুতি নিজের প্রেম বিষয়ক ব্যাপারগুলো গোপন রেখেছিলেন। কিন্তু যে খবর বাতাসের আগে ছোটে সেটা তো আর গোপন রাখা যায় না। অবশ্য, চারদিকে যখন মাইকেলের সঙ্গে প্রেম নিয়ে কানাকানি চলছে তখনই নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন শ্রুতি। আর সঙ্গে সঙ্গেই সব পানির মতো পরিস্কার হয়ে গেল।

এখন দেখার পালা, লন্ডন ভিত্তিক এ অভিনেতার সঙ্গে কমল হাসান কন্যার প্রেম কতদূর গড়ায়।মন্তব্য