kalerkantho


ভারতীয় অভিনেতাদের গালি পাক অভিনেত্রীর

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:০৮ভারতীয় অভিনেতাদের গালি পাক অভিনেত্রীর

সালমান খান নাকি অসভ্য। হৃত্বিক রোশন দুই সন্তানের বাবা, তাই ফিল্মে নায়ক হওয়ার যোগ্য নন। আবার, ইমরান হাসমির সঙ্গে অভিনয় করলে মুখে ক্যানসার হওয়ার সম্ভাবনা আছে। ভারতীয় অভিনেতাদের সম্পর্কে এই ভাষাতেই গালিগালাজ করলেন পাকিস্তানের অভিনেত্রী সাবা কামার। সম্প্রতি ফেসবুকে একটি সাক্ষাৎকারের ভিডিও আপলোড করেছেন সাবা, যেখানে দেখা যাচ্ছে কুৎসিত ভাষায় তিনি গালিগালাজ করছেন ভারতীয় অভিনেতাদের।

‘গুড মর্নিং জিন্দেগি’ নামে একটি চ্যাট শোয়ে এসেছিলেন সাবা। সেখানেই সাবাকে কিছু বলিউড অভিনেতাদের ছবি দেখান শোয়ের উপস্থাপিকা নুর বুখারি। তাঁদের প্রত্যেকের সঙ্গে প্রস্তাবিত সিনেমার প্রস্তাব নাকচ করার কথা বলেন তিনি। নাকচের কারণ জানাতে গিয়েই তিনি এই মন্তব্য করেন। রীতেশ দেশমুখের সঙ্গে সিনেমা না করার কারণ হিসেবে সাবা বলেন, রীতেশ ‘এ-গ্রেড’ অভিনেতা নন আর সাবা নিজে ‘এ–গ্রেড’ অভিনেত্রী হওয়ায় যেকোনো অভিনেতার সঙ্গে সিনেমা করতে পারবেন না। এমনকী, সালমান নাচতে পারেন না বলেও জানান তিনি।‌‌‌

সূত্র: ‌আজকালমন্তব্য