kalerkantho


অনলাইনে অবমুক্ত তাহসান-ভাবনার 'বরষা' (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:০৩অনলাইনে অবমুক্ত তাহসান-ভাবনার 'বরষা' (ভিডিও)

ভালোবাসা দিবসে অনিমেষ আইচের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বরষা' উন্মুক্ত হয়েছে অনলাইনে। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার রাত ৮টায় সিনেমাটি রিলিজ হয়েছে, যার দৈর্ঘ্য ২৪ মিনিট। এতে শিল্প নি‌র্দেশক হিসাবে কাজ করেছেন মিথুন সরকার। তার সাথে কালের কণ্ঠের কথা হলে তিনি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। 

তিনি বলেন, চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান ও আশনা হাবিব ভাবনা। তাদের সঙ্গে আরো আছেন সোলায়মান খোকা, সারফাত পাশা, সিথি, ইভা, তুষার, আনোয়ারা ও কাজল প্রমুখ।

'বরষা'র চিত্রধারণে ছিলেন মো. আরিফুজ্জামান এবং সম্পাদনায় ইকবাল কবীর জুয়েল, শিল্প নি‌র্দেশক মিথুন সরকার আবহ সংগীত আয়োজন করেছেন রাশিদ শরীফ শোয়েব। অনিমেষের চিত্রনাট্য ও পরিচালনায় দুজন তরুণ-তরুণীর বর্ষাস্নাত প্রেমের গল্প ফুটে উঠেছে সিনেমাটিতে। ময়মনসিংহ ও ঢাকার একাধিক লোকেশনের প্রেক্ষাপটে উঠে এসেছে সে গল্প।

 মন্তব্য