kalerkantho


ফোন হ্যাক হলো এমি জ্যাকসনের‚ ইন্টারনেটে ফাঁস অন্তরঙ্গ ছবি

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:১৯ফোন হ্যাক হলো এমি জ্যাকসনের‚ ইন্টারনেটে ফাঁস অন্তরঙ্গ ছবি

মোবাইল ফোন হ্যাক হওয়ার ফলে ব্রিটিশ মডেল এবং অভিনেত্রী এমি জ্যাকসনের বেশ কিছু অন্তরঙ্গ ফটো ফাঁস হয়ে গেল ওয়েব দুনিয়ায়। এমি সম্প্রতি ওর পরবর্তী ছবি (রজনীকান্তের বিপরীতে) ‘২.০‘ ছবি শ্যুটিং শেষ করতে লন্ডন থেকে চেন্নাই আসছিলেন। মুম্বাইতে সংযোগকারী বিমান ধরতে কয়েক ঘণ্টার জন্য নেমেছিলেন এবং একটা মোবাইলের দোকানে গিয়েছিলেন উনি। আন্দাজ করা হচ্ছে সেই মোবাইল স্টোরেই হ্যাক করা হয় ওর ফোন।
এমির ফোন যে হ্যাক হয়েছে তা উনিও জানতেন না। ক‘দিন পরে হঠাৎ করেই ইন্টারনেটে এক বন্ধুর সঙ্গে নিজের কয়েকটা অন্তরঙ্গ ছবি চোখে পড়ে ওর। তখন উনি বুঝতে পারেন ওঁর ফোন হ্যাক করা হয়েছে। ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন উনি।
এই ব্যাপারে কথা বলতে গিয়ে এমি জানিয়েছেন ‘ আমার ফোন যে হ্যাক হয়েছে তা জানতে পেরে আমি শকড হয়ে যাই। এটা মোটেই কোনো ছোটোখাটো ব্যাপার নয়। আমি এটা বেশ সিরিয়াসলি নিচ্ছি। সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছি। আশা করছি হ্যাকাররা তাড়াতাড়ি ধরা পড়বে। সাইবার সেফটি এই মুহূর্তে সব থেকে জরুরি।'মন্তব্য