kalerkantho


প্রেমিকার কাছে ভালোবাসা দিবস স্মরণীয় করে রাখলেন দেব

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৩৭প্রেমিকার কাছে ভালোবাসা দিবস স্মরণীয় করে রাখলেন দেব

হাত ধরে প্রেমিকা রুক্মিণীকে রুপালি পর্দায় আনছেন দেব। সেখবর নিশ্চই এতদিনে পেয়ে গিয়েছেন। ছবির নাম ‘চ্যাম্প‍’। ছবির শ্যুটিংও শেষ। আর সব থেকে বড় কথা ছবির প্র‌যোজক দেব নিজে। ভ্যালেন্টাইন ডে-তে সেই সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করলেন দেব। পোস্টারে দেখা ‌যাচ্ছে কপোত-কপোতীকে।

পর্দায় ১০ বছর পার করার পর অবশেষে প্র‌যোজকের ভূমিকায় দেব। পরিচালক রাজ চক্রবর্তী। বলতে গেলে হোম প্রোডাকশনের ছবিতেই ডেবিউ হল রুক্মিণীর। তবে তিনি বাড়তি সুবিধা নিতে নারাজ বলে জানিয়েছিলেন তিনি। পেশাদার মডেল হিসাবে রুক্মিণীর নামডাক কলকাতায় সবারই জানা। তবে পুরো দৈর্ঘ্যর সিনেমায় প্রথমবার কাজ করাটা সব সময়ই চ্যালেঞ্জিং।

যাই হোক, ভ্যালেন্টাইনস ডে তে দু’জনের ছবি শেয়ার করে এক ঢিলে দুই পাখি মারলেন দেব। সিনেমার প্রচারও হল, আবার খুশি হলেন প্রেমিকাও।মন্তব্য