kalerkantho


এবার মহাকাশে পাড়ি দেবেন আমির খান!

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০৩:৩৪এবার মহাকাশে পাড়ি দেবেন আমির খান!

মহাবীর সিংহ ফোগতের পর এবার রাকেশ শর্মা। ফের বায়োপিকে আমির খান। কুস্তিগীরের পর এবার মহাকাশচারী হিসাবে দেখা যাবে ‘মিস্টার পারফেকশনিস্ট’কে।

আমিরের ঘনিষ্ঠ সূত্রের খবর, আগামী বছর প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার জুতায় পা লাগাবেন তিনি। ছবির নামও ঠিক হয়ে গেছে— ‘স্যালুট’। সিদ্ধার্থ রায় কাপুরের নতুন প্রযোজনা সংস্থার রায় কাপুর ফিল্মসের ব্যানারে তৈরি হবে ছবিটি। পরিচালনায় থাকবেন অ্যাড ফিল্মমেকার মহেশ মাথাই।  

এর আগে ‘ভোপাল এক্সপ্রেস’ বা ‘ব্রোকেন থ্রেডস’-এর মতো ফিল্ম করে সমালোচকদের নজর কেড়েছিলেন তিনি। ফিল্মের স্ক্রিপ্ট তৈরি হওয়া মাত্রই তা নিয়ে সাথে সাথে আমিরের কাছে চলে যান সিদ্ধার্থ রায় কাপুর। আর সঙ্গে সঙ্গেই তাতে রাজি হয়ে যান আমির খান।

তবে এ ফিল্মের শুটিং শুরুর আগেই অবশ্য মুক্তি পাচ্ছে ‘থাগস অব হিন্দুস্তান’। অমিতাভ বচ্চনের সঙ্গে যেখানে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন ৫১ বছরের এই অভিনেতা আমির খান।মন্তব্য