kalerkantho


এবার হাউস পার্টিতে নাচলেন সানি লিওন

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০এবার হাউস পার্টিতে নাচলেন সানি লিওন

ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলায় জমি শক্ত করছেন সানি লিওন। মূল হাতিয়ার অভিনয়। পাশাপাশি রয়েছে নাচও। এখনও পর্যন্ত বেশ কিছু আইটেম নম্বরে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি 'রইস' এ নাচের দৌলতেই শাহরুখ খানের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এ বার নিজের নাচের ভিডিও শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সঙ্গে ছিলেন মেকআপ আর্টিস্ট টমাস মউকা।

সম্প্রতি হাউজ পার্টির আয়োজন করেছিলেন সানি। সেখানে হাজির ছিলেন তার ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠরা। পার্টিতে জমিয়ে নেচেছেন সানি। সঙ্গে ছিলেন তার বন্ধুরাও। আপাতত সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বলি মহলের একটা অংশের মতে, এতদিনে অনস্ক্রিন সানির সুন্দর ডান্স পারফরম্যান্সের রহস্য বোঝা গেল। কোনও প্রথাগত ট্রেনিং না থাকলেও নায়িকা ইতিমধ্যেই স্বাতন্ত্র তৈরি করেছেন পারফরম্যান্সে।মন্তব্য