kalerkantho


মিমির জীবনে নতুন প্রেম

কালের কণ্ঠ অনলাইন   

১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মিমির জীবনে নতুন প্রেম

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে আলোচনা-সমালোচনার রেশ যেন কাটতেই চাইছে না। বয়ফ্রেন্ড রাজ চক্রবর্তীর সঙ্গে ছাড়াছাড়ি। গত বছরের শেষে দুজনের গাঁটছড়া বাঁধার গুঞ্জন। এর মধ্যেই আবার 'নতুন খবর' বেরিয়েছে মিডিয়ায়। মিমির জীবনে নাকি নতুন 'কেউ' এসেছে। কে এই 'ইনি'?

শোনা যাচ্ছে, 'ইনি' নাকি এখন থেকে মিমির সঙ্গেই থাকবেন। এক বাড়িতে এক ছাদের তলায়। নায়িকার সঙ্গে তার নাকি বেজায় দোস্তি। নায়িকাও তাকে এক মুহূর্ত কাছছাড়া করতে চান না। তার সঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েকটি সেলফি তুলে সোশাল মিডিয়ায় দিয়েছেন মিমি। হ্যাঁ, মিমির নতুন 'প্রেম' এখন একটি পোষ্য কুকুরের সঙ্গেই। তাকে নিয়ে খেলেই এখন দিনরাত কাটছে মিমির। নতুন 'বয়ফ্রেন্ড' এর সঙ্গে বেজায় খুশ নায়িকাও।মন্তব্য