kalerkantho


পার্টির মাঝে কী করলেন আমির!

কালের কণ্ঠ অনলাইন   

১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:০৫পার্টির মাঝে কী করলেন আমির!

মিস্টার পারফেকশনিস্ট বলে কথা। তাই সব সময়ই একটু অন্যরকমভাবে চলেন তিনি। তাই তার সিনেমা থেকে পোশাক, কিংবা সাকসেস পার্টি, সবকিছুতেই থাকে অভিনবত্বের ছোঁয়া।
থ্রি ইডিয়টস হোক কিংবা পিকে কিংবা হালফিলের দঙ্গল, একের পর এক ব্লক বাস্টার দিয়ে বলিউডি সিনেমার মানকে আরও উন্নত করছেন আমির খান। আর এবার দঙ্গল-এর অভাবনীয় সফল্যের পর, সাকসেস পার্টিতে দেখা গেল আমির খান, রেখা, শাহিদ কাপুর, মীরাসহ বলিউডের একাধিক সেলেবকে। পার্টির একটা পর্যায়ে দেখা যায় কিরণকে চুমু খাচ্ছেন আমির খান।মন্তব্য