kalerkantho


ডিম্পল কাবাডিয়াই অক্ষয় কুমারের বেস্টফ্রেন্ড

কালের কণ্ঠ অনলাইন   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ডিম্পল কাবাডিয়াই অক্ষয় কুমারের বেস্টফ্রেন্ড

অক্ষয় কুমার বিশ্বাস করেন শাশুড়ি ডিম্পল কাবাডিয়াই বলিউডে তাঁর বেস্ট ফ্রেন্ড। টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে খিলাড়িকে জিজ্ঞাসা করা হয়, বলিউডে তাঁর সেরা বন্ধু কে। অক্ষয় এক কথায় বলে দেন, তাঁর শাশুড়ি।

তবে ডিম্পল বেস্ট ফ্রেন্ড হলেও শাহরুখ খান সম্পর্কেও দুর্বলতা রয়েছে অক্ষয়ের। এ অভিনেতা সম্পর্কে তিনি টুইটারেই মন্তব্য করেছেন, চার্মিং, দারুণ ব্যবসা বোঝেন। আর প্রিয় বই? অফ কোর্স, স্ত্রী টুইঙ্কল খান্নার মিসেস ফানিবোনস। জীবনের সেরা মুহূর্ত সম্পর্কে অক্ষয় বলেছেন, একবার দুই ছেলেমেয়ের সঙ্গে পাহাড়ে পিকনিক করতে যান। সঙ্গে ছিল বাড়িতে বানানো খাবার। সেটাই সেরা মুহূর্ত।মন্তব্য