kalerkantho


'আমার এমন শরীর এমনি এমনি হয়নি'

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:১৪'আমার এমন শরীর এমনি এমনি হয়নি'

ওয়াজা তুম হো সিনেমায় খোলামেলা চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন অভিনেত্রী সানা খান।  এই সিনেমায় খোলামেলাভাবে তাকে দেখা গেছে। সিনেমাটির পর তার যে ইরোটিক ইমেজ তৈরি হয়েছে তাতে মোটেও বিচলিত বা বিরক্ত নন সানা। এমনটাই জানিয়েছেন তিনি।

সানা খান বলেন, আমি নিজেকে আবেদনময়ী দেখতে পছন্দ করি। এ জন্য আমি প্রতিদিন দুই ঘণ্টা শারীরিক কসরত করছি। যদিও ওয়াজা তুম হো সিনেমা করার পরও আমাকে এমন কিছু চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হচ্ছে যেগুলোতে অভিনয়ে দক্ষতা দেখানোর সুযোগ রয়েছে। আবেদনময়ী মানেই শরীর প্রদর্শন নয়, এর অর্থ আপনি কতটা আকর্ষণ তৈরি করতে পারেন। আমি এমন অনেক মানুষকে চিনি যারা খোলামেলা না হলেও তাদের সব সময় আবেদনময়ী দেখায়। প্রকৃতপক্ষে আমি অনেক মোটা ছিলাম। আমার শারীরিক আবেদন নিয়ে যদি বলি, আমার এমন শরীর এমনি এমনি হয়নি। আমাকে অনেক কসরত করতে হয়েছে।মন্তব্য