kalerkantho


আজ নীল ও রুক্মিণীর বিয়ে

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:০৪আজ নীল ও রুক্মিণীর বিয়ে

আজ বিয়ে নীল নীতিন মুকেশ ও রুক্মিণী সহায়ের। গতকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজস্থানের উদয়পুরে হবে তাঁদের বিয়ে।  বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন শুধু পাত্র ও পাত্রীপক্ষের পরিবার ও বন্ধুরা। কলকাতা থেকে বিয়ের জন্য গেছে গাঁদা ফুল। মিষ্টিতেও আছে দেশি আমেজ। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন শুধু পাত্র ও পাত্রীপক্ষের পরিবার ও বন্ধুরা। কলকাতা থেকে বিয়ের জন্য গেছে গাঁদা ফুল। মিষ্টিতেও আছে দেশি আমেজ।

গতকাল ছিল তাঁদের মেহেন্দি ও সংগীত। অনুষ্ঠানে গিয়েছিলেন ঋষি কাপুর ও পামেলা চোপড়া। অনুষ্ঠানের শেষে ছিল ভোজসভা ও ককটেল পার্টি। গত ১৩ অক্টোবর জুহুর একটি হোটেলে এনগেজমেন্ট সারেন নীল ও রুক্মিণী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা।মন্তব্য