kalerkantho


শাহরুখের মেয়ের ভিডিও অনলাইনে ভাইরাল (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৩৬শাহরুখের মেয়ের ভিডিও অনলাইনে ভাইরাল (ভিডিও)

সম্প্রতি শাহরুখের একমাত্র মেয়ে সোহানা খানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন সবাই।  গত বুধবার ইনস্টাগ্রামে শাহরুখ ফ্যান ক্লাব নামক একটা গ্রুপে একটি ভিডিও প্রকাশ করা হয়। যাতে দেখা যায় একটি মঞ্চে রূপকথার চরিত্র সিনড্রেলার ভূমিকায় অভিনয় করছেন শাহরুখকন্যা সোহানা খান। মঞ্চে তার অভিনয় ও সংলাপ বলার স্টাইল নজর কেড়েছে সবার। আর মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটজুড়ে। এবং বেশ প্রশংসিত হয়েছে।

নিজের সন্তানদের বলিউডে আসা নিয়ে শাহরুখ আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সন্তানরা আগে পড়ালেখা শেষ করুক। তারপর তারা নিজেদের পেশা নিজেরাই বেছে নিক। আমি কোনো প্রেসারে যেতে চাই না। সোহানার এই ভিডিও দেখে ভক্তরা আশা করছেন মেয়ের বলিউডে অভিষেকের ব্যাপারটা কিং খান আরো একবার ভেবে দেখবেন নিশ্চয়ই।

 মন্তব্য