kalerkantho


ভালোবাসা দিবসে 'রঙ' ছড়ালেন শাহরীন

মাহতাব হোসেন   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:২৪ভালোবাসা দিবসে 'রঙ' ছড়ালেন শাহরীন

মূলত রহস্য পত্রিকায় লেখালেখিওর মাধ্যমেই লেখার জগতে প্রবেশ। ছোট গল্প, বিভিন্ন অভিজ্ঞতা নিয়মিত লিখতেন পত্রিকায়।  এরপর বিভিন্ন পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন। লেখালেখিটা পেশা হিসেবে নয় নেশা হিসেবেই নিয়ে নিলেন। পেশায় কনসালট্যান্ট ইন্টেরিওর ডিজাইনার হিসেবে দুবাই চলে যান। থেকে যায় লেখালেখির নেশা। এরই মধ্যে নিজের কবিতার লাইনগুলো নিজের অজান্তেই সুর করে গাইতেন।  প্রচুর গান শোনার অভ্যাস।  একসময় খেয়াল করলেন তিনি খারাপ গাইছেন না।  গানের প্রতি মনোযোগ দিলেন। গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা না না থাকলেও একে একে ২১ টি গান গেয়ে ফেললেন যার প্রতিটার কথা ও সুর দিয়েছেন তিনি নিজেই। বলছিলাম শাহরীন জে হকের কথা।  

শখের বসে গাইতে গাইতে এখন মনে হয় অনেক ভালোই গান। কিছুদিন আগেই বাবাকে নিয়ে একটি গান করেছেন দারুণ হৃদয় ছোঁয়া গান। সেই গান নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে।  সেটা পরে জানাবেন বলেই জানালেন শাহরীন।  নতুন খবর হলো ভ্যালেন্টাইনকে সামনে রেখে রোমান্টিক একটি গান প্রকাশ করেছেন এই কণ্ঠশিল্পী।  গানের কথা ও সুর তাঁর নিজের। প্রিয়তমকে কল্পনায় রেখে গানের কথাগুলো সাজানো হয়েছে। গানটির সঙ্গীত আয়োজন করেছেন পার্থ প্রতীম মজুমদার।  ইতোমধ্যে ইউটিউবে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।  ভিডিওটির চিত্রনাট্যও নির্দেশনাও শাহরীনের।  মিউজিক ভিডিওতে তাঁর বিপরীতে মডেল হয়েছেন ভিরু।  সকলের হৃদয় স্পর্শ করবে রোমান্টিক এই গানটি। এমনটাই প্রত্যাশা এই কণ্ঠশিল্পীর।মন্তব্য