kalerkantho


এবার তামিল ছবিতে পাওলি দাম

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:২৭এবার তামিল ছবিতে পাওলি দাম

তামিল ছবিতে অভিনয় করতে চলেছেন পাওলি দাম। চরিত্রাভিনেত্রী হিসেবে নয়। মূল ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করবেন হাশিম মারিকর। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে পাওলির নাম ঘোষিত হয়ে গেছে। তার সঙ্গে অভিনয় করবেন সাক্ষী দ্বিবেদী ও হর্ষিকা পোনাচা। ছবির হিরোইন এই তিনজন। চিত্রনাট্যে অনুযায়ী এরা তিনজনই সমপরিমাণ স্ক্রিন শেয়ার করবেন। চরিত্র তিনটির গুরুত্বও প্রায় সমান।

এই ছবি দিয়েই তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ঘটবে মালায়ালাম অভিনেতা মকবুল সলমানের। ছবি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ছবির গল্প ও নাম এখনও প্রকাশ্যে আসেনি। মন্তব্য