kalerkantho


সেন্সরে জমা পড়েছে 'গেম রিটার্নস'

কালের কণ্ঠ অনলাইন   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৫৩সেন্সরে জমা পড়েছে 'গেম রিটার্নস'

গেম রিটার্নস’  ছবিটি মুক্তির অনুমতি পেতে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে। বিষয়টি  নিশ্চিত করেছেন ছবির নায়ক নিরব। গত রবিবার গেম রিটার্নস  ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়।` ছবিটি পরিচালনা করেছেন রয়েল খান।   নিরব বলেন,  সেন্সর সনদ পেলেই ভালো উপলক্ষে গেম রিটার্নস মুক্তি দেয়া হবে। নির্মাতা রয়েল খান পরিচালিত চতুর্থ ছবি। এর আগে ‘গেম’ ছবির সাফল্যের পর তার সিক্যুয়ালে নির্মিত হয়েছে ‘গেম রিটার্নস।

ছবিটি প্রসঙ্গে নিরব বলেন,  “ছবিতে দর্শকদের জন্য থাকবে অ্যাকশান-থ্রিলার। সেই সঙ্গে প্রেম-ভালোবাসাও ফুটে উঠবে। এককথায় চমৎকার গল্পে নির্মিত হবে ‘গেম রিটার্নস’।

নিরব আশা করছেন,  ছবিটি সবশ্রেণির দর্শকের কাছে ভালো লাগবে। রোনিও মাল্টিমিডিয়া প্রযোজিত ‘গেইম রিটানর্স’ ছবিতে নিরবের বিপরীতে আছেন তমা মির্জা ও লাবণ্য লি। এছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন প্রমুখ। আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘গেম রিটার্নস’ ছবির সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী, বেলাল খান।মন্তব্য