kalerkantho


হৃতিক রোশনের সঙ্গে ফের সময় কাটাচ্ছেন সুজান!

কালের কণ্ঠ অনলাইন   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৩৭হৃতিক রোশনের সঙ্গে ফের সময় কাটাচ্ছেন সুজান!

বলিউডের জনপ্রিয় জুড়িদের মধ্যে অন্যতম ছিলেন হৃতিক রোশন-সুজান খান। দুজনের বিচ্ছেদ হওয়ায় পর হৃতিকের ভক্তরা ভেঙে পড়েছিলেন বেশ। তবে, বিচ্ছেদ হলেও দুজনের বন্ধুত্বটা একেবারেই শেষ হয়নি। আর তাই তো হৃতিকের সঙ্গে সময় কাটাচ্ছেন সুজান।

গত ডিসেম্বরেই দুজনকে দেখা গিয়েছিল দুবাইয়ে একসঙ্গে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। এবার বন্ধু অক্ষয় কুমার টুইঙ্কল খান্না, স্বদেশ ছবির অভিনেত্রী গায়েত্রী যোশী এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে রবিবারের সকালের মজায় মাততে দেখা গেল হৃতিক-সুজানকে।

ইনস্তাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন সুজান নিজেই। আর ঘন ঘন হৃতিকের সঙ্গে সুজানের সময় কাটানোর ঘটনায় ফেরে দুজনের এক হওয়ার জল্পনা শুরু হয়েছে।

যদিও দুজনে 'ভাল বন্ধু' তকমা নিয়েই কোনও বিতর্ক ছাড়াই এগোতে চান। ছোটবেলা থেকেই সুজান আর হৃতিক একে অপরের প্রিয় বন্ধু। সেই বন্ধুত্বই পরিণতি রায় বিবাহের সম্পর্কে। তবে বিয়েটা না টিকলেও সম্পর্ক যে আজও মজবুত তা বোঝা যায় এই দুজনকে দেখেই।মন্তব্য