kalerkantho


সানির জীবনের প্রথম প্রেম

কালের কণ্ঠ অনলাইন   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৫৬সানির জীবনের প্রথম প্রেম

এ একেবারে তার প্রথম জীবনের ঘটনা। তখন সানি লিওন সানি লিওন হননি। তখন একটি ছেলেকে তার ভালো লাগত। প্রেম করতেন তারা। প্রথম চুমুও তাকেই খেয়েছিলেন। সম্প্রতি এ কথা ফাঁস করেছেন সানি লিওন।

একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, হাই স্কুলে পড়ার সময় প্রেমে পড়েছিলেন তিনি। তখন তিনি সেক্সি একেবারেই ছিলেন না। কিছুটা টমবয় গোছের ছিলেন। তার বেশির ভাগ বন্ধুই ছিল ছেলে। তার সেই প্রথম প্রেমও তাদেরই একজন। একদিন তারা দুজন একসঙ্গে রোমিও-জুলিয়েট দেখেন। ছবি দেখতে দেখতেই বয়ফ্রেন্ডকে চুমু খেয়েছিলেন সানি লিয়ন। তার জীবনের প্রথম চুমু।

সেই ছেলেটির সঙ্গে সানি লিওনের প্রেমপত্র চালাচালিও হতো। বইয়ের ফাঁকে, খাতার ভাঁজে চিঠি লুকিয়ে রাখতেন সানি।

শুধু এই নয়। আরও একটি কথা ফাঁস করেছেন সানি। জানিয়েছেন, একবার তিনি ও তার বয়ফ্রেন্ড ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। আর তখনই স্পটে চলে আসেন তার বাবা। দুজনকে হাতেনাতে পাকড়াও করেন তিনি। তারপরই হৃদয়ভাঙে সানির। মেয়েকে আর মিশিগানে রাখেননি বাবা। সপরিবারে তারা ক্যালিফোর্নিয়ায় চলে যান। মন্তব্য