kalerkantho


সঞ্জয় লীলা বনশালীর ওপর হামলার নিন্দায় আমির খান

কালের কণ্ঠ অনলাইন   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:১৫সঞ্জয় লীলা বনশালীর ওপর হামলার নিন্দায় আমির খান

পদ্মাবতীর সেটে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করলেন অভিনেতা আমির খান। ঘটনাটিকে একটি দুঃখজনক ঘটনা বলে ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর ছবি 'দঙ্গল' -এর 'সাকসেস পার্টি'তে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন আমির।

কিছুদিন আগে রাজস্থানে 'পদ্মাবতী' ছবিটির শ্যুটিং -এর সময় রাজপুত করনী সেনার পক্ষ থেকে কয়েকজন সদস্য চড়াও হন বনশালীর ওপর। অভিযোগ তোলা হয়, পরিচালক সঞ্জয়লীলা বনশালী পদ্মাবতীর ছবিতে ঐতিহাসিক তথ্যকে বিকৃত করে প্রস্তুত করছেন।

এই অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে আমির বলেন, যা ঘটেছে যা ঠিক ঘটেনি। পাশাপাশি আমির জানান, রাজস্থানে শ্যুটিং- এর জন্য তিনি প্রায়ই গেছেন কিন্তু এরকম ঘটনা কখনও ঘটেনি। বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আরও বলেন যে , এভাবে কারোরই নিজের হাতে আইন তুলে নেয়া উচিত নয়।

এর আগে, রাজস্থানের জয়গড় দুর্গে বনশালী তাঁর গোটা ইউনিট নিয়ে শ্যুটিং করছিলেন । তখনই তাঁর ওপর হামলা চালানো হয়। অভিযোগ রাজপুত সংষ্কৃতিকে বিকৃত আকারে সিনেমায় তুলে ধরার চেষ্টা করছেন বনশালী। প্রসঙ্গত, এবছরের নভেম্বর মাসে দিপীকা পাড়ুকোন, শাহিদ কাপুর, রনবীর সিং অভিনীত এই ছবি মুক্তি পেতে চলেছে।মন্তব্য