kalerkantho


ওজন বাড়াচ্ছেন শহিদ

কালের কণ্ঠ অনলাইন   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৪৫ওজন বাড়াচ্ছেন শহিদ

শহিদের ট্রেনার সমীর জৌরন জানিয়েছেন একথা। বলেছেন, পদ্মাবতীর জন্য ১০ কেজি ওজন বাড়াচ্ছেন শহিদ কাপুর। ছবিতে রানা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।

শহিদের ট্রেনার জানিয়েছেন, শাহিদ যেহেতু রানার চরিত্রে অভিনয় করছেন, তাই ওজন বাড়ানোটা দরকার। চরিত্রের জন্য শাহিদের একটি রাজকীয় লুক দরকার। কস্টিউমও তেমন পরানো হবে। তাই ওজন বাড়ানোর পাশাপাশি মাসলসের দিকেও জোর দিচ্ছেন শহিদ।

রানা রতন সিংকে ছিলেন বিশালবপু। সঙ্গে ছিল মানানসই গোঁফ। অতটা না হলেও শাহিদকে তো অন্তত তার কাছাকাছি দেখতে হতে হবে। তাই এই ওজন বাড়ানোর বন্দোবস্ত। সেই কারণে রোজ মাসল ট্রেনিং নিচ্ছেন শাহিদ। প্রায় একমাস ধরে গোঁফদাড়িও কামাননি শাহিদ। ডায়েটও চলছে। এখন প্রতিদিন ৭০ গ্রাম ভাত বা ৩টি রুটি খাচ্ছেন তিনি। সঙ্গে ব্রোকোলি, লো-ফ্যাট পনির। বিকল্প হিসেবে থাকছে কালোডাল, রাজমা ও ছোলে।

ছবিতে শহিদের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। তিনি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করছেন। আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং।মন্তব্য