kalerkantho


সিনেমা বানাচ্ছেন রমিজ রাজা, নায়ক সঞ্জয় দত্ত

কালের কণ্ঠ অনলাইন   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:২০সিনেমা বানাচ্ছেন রমিজ রাজা, নায়ক সঞ্জয় দত্ত

নতুন ভূমিকায় আসছেন রমিজ রাজা। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেট অধিনায়ককে সিনেমার প্রোযোজক হিসেবে খুব শিগগিরিই তাঁকে পাওয়া যাবে। রামিজের প্রোডাকশনের এই ছবিতে সবচেয়ে বড় চমক, মূল চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় দত্ত। দু’‌দেশের সম্পর্কে যতই অবনতি ঘটুক, কাঁটাতারের ওপারের মানুষ বলিউডের অভিনেতা, অভিনেত্রীদের অন্ধ ভক্ত। তাই রমিজ রাজা সময় নষ্ট না করে সরাসরি প্রস্তাব দেন বলিউডের ‘‌মুন্না ভাই’‌-‌কে। সঞ্জয় অমত করেননি।

সিনেমার বিষয় সন্ত্রাসবাদের সমস্যা দূর হচ্ছে ক্রিকেটের মধ্যে দিয়ে। ভারত ও পাকিস্তান দু’‌দেশের সম্পর্কে অবনতির কারণ এই সন্ত্রাসবাদ। সেটা দিনের পর দিন চোখের সামনে দেখেছেন, দেখছেন রমিজ। তাই তিনি সিনেমায় বাস্তবের কাহিনীকেই তুলে ধরতে চেয়েছেন। ‌নায়ক তো ঠিক হয়ে গেছে। তবে ছবির নায়িকা কে হবেন?‌ রামিজ জানিয়েছেন, ‘‌অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, মাহিরা খান খুবই প্রতিভাবান অভিনেত্রী। ওঁদের মধ্যে কেউ আগ্রহী হলে, আমাদের ভাল লাগবে।’‌

সূত্র : আজকালমন্তব্য