kalerkantho


রণবীর বলিউডের দেবদাস : জ্যাকি শ্রফ

কালের কণ্ঠ অনলাইন   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০৮:৩১রণবীর বলিউডের দেবদাস : জ্যাকি শ্রফ

জ্যাকি শ্রফের মতে বলিউডের দেবদাস রণবীর কাপুর। সম্প্রতি একথা বলেছেন তিনি। তবে এমনি এমনি নয়। কথাটি বলার পিছনে কারণও আছে। সেটিও ব্যাখ্যা করেছেন জ্যাকি।

বলেছেন, “সবসময় বেচারার মন ভাঙতেই থাকে। ও খুব ভালো।” আর সেই কারণেই রণবীর “দেবদাস”। কফি উইথ করণে একথা বলেছেন জ্যাকি শ্রফ। তাঁর সঙ্গে টক শোয়ে এসেছিলেন তাঁর ছেলে
টাইগার শ্রফ।

জ্যাকি শ্রফকে শেষ দেখা গেছে ফ্রিকি আলি ছবিতে। এখন তিনি সরকার 3-এর কাজ করছেন। টাইগারকে শেষ দেখা গেছে ফ্লাইং জাঠ ছবিতে। এরপর তাঁর হাতে আছে আরও দু’টি ছবি। একটি রেমো ডি সুজ়ার মুন্না মাইকেল, অন্যটি করণ জোহরের স্টুডেন্ট অফ দা ইয়ার 2।


মন্তব্য