kalerkantho


কাল মুক্তি পাচ্ছে সাইমন-আইরিনের 'মায়াবিনী'

কালের কণ্ঠ অনলাইন   

২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৪৯কাল মুক্তি পাচ্ছে সাইমন-আইরিনের 'মায়াবিনী'

 আকাশ আচার্য্য পরিচালিত ‘মায়াবিনী’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার।  জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা আইরিন অভিনীত ছবিটি  প্রথম সপ্তাহে ছবিটি ৫৩ হলে মুক্তি পাবে।  ঢাকার কয়েকটি সিনেমসা হল ছাড়া প্রায় সবগুলোতেই ছবিটি মুক্তি পাচ্ছে।  চিত্রনায়ক সাইমনকে কয়েকটি রূপে এই ছবিটি দেখা যাবে। ইতোমধ্যে ছবির ট্রেলার মুগ্ধ করেছে চলচ্চিত্রপ্রিয় দর্শকদের।

আরও পড়ুন ভাবির কোলে সাইমন!

মায়াবিনী ভৌতিক গল্প নির্ভর ছবি। এমন গল্পের ছবি এ দেশে নির্মাণ হয় না তেমন-এমনটাই জানালেন পরিচালক।  ছবিতে সাইমন-আইরিন ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াত, অমিত হাসান, শবনম পারভীন, হাসি ও বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের অভিনয়শিল্পী।

ছবিটি নিয়ে চিত্রনায়ক সাইমন বলেন, ‘মায়াবিনী’ ছবিটি হতে যাচ্ছে চলতি বছর আমার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। দর্শকরা এই ছবিতে আমাকে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে দেখবেন।

 মন্তব্য