kalerkantho


রইসের প্রচারে গিয়ে স্বর্ণমন্দিরে শাহরুখ-আব্রাম

কালের কণ্ঠ অনলাইন   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৪৯রইসের প্রচারে গিয়ে স্বর্ণমন্দিরে শাহরুখ-আব্রাম

রইসের প্রচারে অমৃৎসর এলেও স্বর্ণমন্দিরে ‌যেতে ভুললেন না শাহরুখ। সেই স্বর্ণমন্দির, ‌যেখানে হয়েছে তাঁর ছবি ‘রব নে বানা দি জোড়ি‍’-র শ্যুটিং।মঙ্গলবার সন্ধ্যায় স্বর্ণমন্দিরে ‌যান কিং খান। পরনে ছিল কালো ফুল হাতা সোয়েটার। চোখে ছিল কালো চশমা, মাথায় গেরুয়া ফেট্টি। বাবার সঙ্গে ছিল ছোট্ট আবরামও।

মুক্তির পর প্রথম ৪ দিনেই ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে শাহরুখের রইস।

 মন্তব্য