kalerkantho


নরওয়েতে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন কনীনিকা

কালের কণ্ঠ অনলাইন   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৫৪নরওয়েতে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন কনীনিকা

বিয়ের পর নরওয়েতে চুটিয়ে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন সেলেব দম্পতি কনীনিকা এবং সুরজিৎ হরি। সূত্রের খবর, বিয়ের নিয়মকানুন কাটিয়েই নরওয়ের উদ্দেশে উড়ে গিয়েছেন তাঁরা।

কখনও নরওয়ের অসলোর ক্যাফেতে, কখনও পাঁচতারা হোটেলে, কখনও আবার রাস্তার ধারে সেলফি নিয়ে মেতে আছেন অভিনেত্রী কনীনিকা। আর মধুচন্দ্রিমার সেই ছবিগুলিই পোস্ট করেছেন তাঁদের দুজনের সোশ্যাল সাইটে।
 

গতমাসের ১৭ তারিখ সাত পাকে বাঁধা পড়েন কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং সুরজিত হরি। যদিও এই জুটির বিয়েটা হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসেই। কিন্তু সুরজিতের বাবার মৃত্যুর জন্য পিছিয়ে যায় বিয়ে।
 
গতবছর ষড়রীপু ছবির সময় থেকেই ঘনিষ্ঠতা বাড়ে কনীনিকা ও সুরজিতের। ছবিরই প্রযোজক ছিলেন সুরজিত। বেশ কয়েকমাস আগে তাঁরা একসঙ্গে ইউরোপেও গিয়েছিলেন বেড়াতে। 


মন্তব্য