kalerkantho


এক ছবিতে শাহরুখ-সোনম!

কালের কণ্ঠ অনলাইন   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:১৩এক ছবিতে শাহরুখ-সোনম!

সোনম কাপুরের আশা বোধহয় এবার পূরণ হতে চলেছে। এবার সম্ভবত একসঙ্গে ছবি করতে চলেছেন তিনি ও শাহরুখ খান। শোনা যাচ্ছে আনন্দ রাইয়ের পরবর্তী ছবিতে তাঁদের দেখা যাবে।
এই চরিত্রে অভিনয়ের জন্য আগে ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের নাম শোনা গিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, তাঁরা কেউই নাকি ছবিটি করছেন না। সেই জায়গায় আসতে চলেছেন সোনম। সত্যিই যদি সোনম এই ছবিতে সই করেন, তাহলে তাঁর ইচ্ছা পূরণ হবে।
সোনম কাপুর একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান। কিন্তু সুযোগ পাচ্ছেন না। তাঁর মনে নয়, শাহরুখ খান নাকি তাঁর সঙ্গে কাজ করতে চান না। আর সেই কারণেই তাঁর কাছে সুযোগও আসছে না। সোনমের এই মন্তব্যেই অবাক হন শাহরুখ।
তবে তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছিলেন সোনম। বলেছিলেন, তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান কি না। তার উত্তরে তিনি বলেছিলেন, যখনই শাহরুখ খান তাঁর সঙ্গে কাজ করতে চাইবেন, তিনিও করবেন। এখন তাঁর কাছে কোনও সুযোগ নেই। সোনমের এই কথাটিই ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল।


মন্তব্য