kalerkantho


‘কাবিল’ প্রশংসায় ভাসছে

কালের কণ্ঠ অনলাইন   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৪২‘কাবিল’ প্রশংসায় ভাসছে

বলিউডে বছরের শুরুটা হয়েছে এবার দুই সুপারস্টার শাহরুখ খান ও হৃত্বিক রোশনের নতুন দুটি ছবি দিয়ে। তবে এ ক্ষেত্রে নিজের ছবির মুক্তির আগে সাফল্য নিয়ে কিঞ্চিৎ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন হৃত্বিক রোশন। কারণ একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছিল বলিউড কিং শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি 'রইস'।

তবে সবকিছুকে ছাপিয়ে দর্শকের মনে বেশ ভালো জায়গা করে নিয়েছে হৃত্বিকের ছবি 'কাবিল'। বক্স অফিসের খবর অনুযায়ী, মুক্তির ৬ দিনেই ছবিটি আয় করেছে মোট ৭৫ কোটি রুপি। এ ছাড়াও গল্পের ভিন্নতার কারণে দর্শকের বাহবা কুড়িয়েছে রিভেঞ্জ থ্রিলারধর্মী এই ছবিটি। ২৫ জানুয়ারি ২৭০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া হৃত্বিক রোশনের 'কাবিল' প্রথম দিনে আয় করে ১০ কোটি ৪৩ লাখ রুপি।

সঞ্জয় গুপ্ত পরিচালিত 'কাবিল' ছবিতে হৃত্বিকের সঙ্গে জুটি বেঁধেছেন ইয়ামি গৌতম। তারা আছেন দৃষ্টিহীন দম্পতির ভূমিকায়। দৃষ্টি না থাকলেও স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে হৃত্বিকের চরিত্রটি। তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে।মন্তব্য