kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


তারকারা কে কোন বয়সে কুমারীত্ব হারিয়েছেন

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৭ ১৫:১৯তারকারা কে কোন বয়সে কুমারীত্ব হারিয়েছেন

১. রনবীর কাপুর: মাত্র ১৫ বছর বয়সে
২. সানি লিওন: ১১ বছর বয়সে প্রথম চুমু, ১৬ বছর বয়সে কুমারীত্ব বিসর্জন
৩. অ্যাঞ্জেলিনা জোলি: প্রথম বয়ফ্রেন্ডের সঙ্গে মাত্র ১৪ বছর বয়সে কুমারীত্ব খোয়ান
৪. ব্রিটনি স্পিয়ার্স: হাই স্কুলে থাকা অবস্থায় এক ফুটবল খেলোয়াড়ের কাছে কুমারীত্ব হারান
৫. মেগান ফক্স: ১৭ বছর বয়সে। এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি বেশ স্বাচ্ছন্দ্যেই প্রথম যৌন মিলন করেন।
৬. টেইলর সুইফট: ২৭ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন তিনি অভিনেতা জেক গিলেনহলের সঙ্গে কুমারীত্ব খুইয়েছেন। যদিও তিনি বিয়ের আগে কারো সঙ্গে যৌন মিলন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু জেক গিলেনহলের প্রেমে পড়ে তিনি বেসামাল হয়ে যান।
৭. প্যারিস হিলটন: ১৫ বছর বয়সে।
৮. কেট মস: ১৪ বছর বয়সে। বাহামা দ্বীপপুঞ্জে পরিবারসহ ছুটি কাটাতে গিয়ে।
৯. ড্যানিয়েল রেডক্লিফ: ১৬ বছর বয়সে তার দ্বিগুন বয়সী এক নারীর সঙ্গে।
১০. কিম কার্দাশিয়ান: ১৪ বছর বয়সে বয়ফ্রেন্ডের সঙ্গে।
১১. জেসিকা সিম্পসন: ২২ বছর বয়সে নিক ল্যাচির সঙ্গে বিয়ের পর।
১২. লিসা কুড্রো: ৩২ বছর বয়সে বিয়ের পর।
১৩. হিলারি ডাফ: এই পপ স্টার বলেন কুমারীত্ব বিষয়টি নিয়ে তিনি কখনো মাথা ঘামাননি এবং তার কুমারীত্ব নিয়ে লোককে মাথা ঘামাতেও নিষেধ করেন।
১৪. জেইমে প্রিসলি: ১৪ বছর বয়সে ১৬ বছর বয়সী বয়ফ্রেন্ডের সঙ্গে।
১৫. ম্যাথিউ ম্যাক কনৌঘি: ১৫ বছর বয়সে।
১৬. ফার্গি: এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৮ বছর বয়সে তিনি কুমারীত্ব হারিয়েছেন।
১৭. খোল কার্দাশিয়ান: মাত্র ১৪ বছর বয়সে।
১৮. আদ্রিয়ানা লিমা: ভিক্টোরিয়াস সিক্রেট অ্যাঞ্জেল খ্যাত এই তারকা সার্বিয়ান বাস্কেট বল খেলোয়াড় মার্কো জারিক এর সঙ্গে বিয়ে পর্যন্ত নিজের কুমারীত্ব ধরে রাখেন।
১৯. অজি অসবর্ন: এই সঙ্গীতজ্ঞ ১৫ বছর বয়স চরম উত্তেজনা নিয়ে কুমারীত্ব হারান বলে জানিয়েছেন।
২০. কেলি অসবর্ন: ১৬ বছর বয়সে
২১. জর্ডিন স্পার্কস: ডেরুলোর সঙ্গে বিয়ের আগ পর্যন্ত কুমারীত্ব ধরে রাখেন।
২২. ডাস্টিন হফম্যান: একজন বয়স্ক নারীর কাছে কুমারীত্ব হারান যিনি তাকে হফম্যান নয় বরং হফম্যানের বড় ভাই মনে করেছিলেন।
২৩. টিনা ফে: জেফ রিচমন্ডের সঙ্গে বিয়ের আগ পর্যন্ত অপেক্ষা করেন।
২৪. জুলিয়ানা হাউ: বিয়ের আগ পর্যন্ত নিজের কুমারীত্ব ধরে রাখার ঘোষণা দিয়েছেন এই তারকা। হকি খেলোয়াড় ব্রুকস লাইসের সঙ্গে বাগদান হয়েছে তার।
২৫. সিয়েনা মিলার: ১৬ বছর বয়সে।
২৬. ম্যাক্সিম চেমারকোভস্কি: ১৬ বছর বয়সে ৩০ বছর বয়সী এক সুপার মডেলের সঙ্গে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া


মন্তব্য