kalerkantho

বুধবার । ১৮ জানুয়ারি ২০১৭ । ৫ মাঘ ১৪২৩। ১৯ রবিউস সানি ১৪৩৮।


সালমান-লুলিয়ার নতুন খবর

কালের কণ্ঠ অনলাইন   

১১ জানুয়ারি, ২০১৭ ১৫:১৮সালমান-লুলিয়ার  নতুন খবর

সালমান খানের সঙ্গে এখন সম্পর্কে আছেন লুলিয়া ভান্তুর। শোনা যায় তেমনই। সলমান বা লুলিয়া অবশ্য কখনই সেকথা স্বীকার করেননি। কিন্তু সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে ইউলিয়া এমন একটি কথা বললেন, যাতে আভাস পাওয়া যায় তাঁর মনে এখন কেউ আছেন। তিনি কি সালমান? সেকথা অবশ্য বলেননি লুলিয়া। শুধু বলেছেন, আমার মন অন্য কারোর কাছে আছে।

হিমেশ রেশমিয়ার সঙ্গে কপিল শর্মার শোয়ে এসেছিলেন লুলিয়া ভান্তুর। তাঁদের নতুন অ্যালবাম আপ কি মসিকির প্রচারে এসেছিলেন তাঁরা। সেখানে দর্শকের মধ্যে থেকে এক মহিলা ইউলিয়াকে জিজ্ঞাসা করেন, ইউলিয়া কি তাঁর ছেলেকে বিয়ে করবেন? তার উত্তরেই ইউলিয়া বলেন, তাঁর মন এখন অন্য কারোর সম্পত্তি।

সালমান খান এখনও মোস্ট এলিজেবেল ব্যাচেলার। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি এবার বিয়ে করতে চলেছেন। কিন্তু বছরের পর বছর কেটে গেছে। নিকাহ করেননি সাল্লু মিঞা। গত বছর লুলিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা সামনে আসে। শোনা যায়, নভেম্বরে নাকি তাঁরা বিয়ে করার কথা ভাবছিলেন। কিন্তু নভেম্বর চলে যায়। বছরও শেষ হয়ে যায়। বিয়ে তো দূরের কথা, এখনও সম্পর্কের কথাই প্রকাশ্যে আনেননি সালমান।

 


মন্তব্য