kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


সঞ্জয়ের বায়োপিকে মাধুরী দীক্ষিতের ভূমিকায় সোনম কাপুর?

কালের কণ্ঠ অনলাইন   

২৫ নভেম্বর, ২০১৬ ২২:২৮সঞ্জয়ের বায়োপিকে মাধুরী দীক্ষিতের ভূমিকায় সোনম কাপুর?

সঞ্জয় দত্তের বায়োপিকের সৌজন্যে ফের হয়তো এক দশক পর একসঙ্গে অন-স্ক্রিনে রোম্যান্স করতে দেখা যাবে রণবীর কাপুর-সোনম কাপুরকে। বায়োপিকে হয়তো মাধুরী দীক্ষিতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোনমকে।

‘সাওয়ারিয়া’ ছবির পর আর কখনো একসঙ্গে দেখা যায়নি রণবীর-সোনমকে। শোনা যায় সে সময় তাঁদের মধ্যে অফস্ক্রিনেও প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু তারপর আর একসঙ্গে কাজ করেননি এই দু’জন। তবে সূত্রের খবর, খুব শিগগিরই একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেতা-অভিনেত্রীকে।

সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর। জানা গেছে সেখানে সঞ্জু বাবার প্রেমিকা হিসেবে দেখা যাবে সোনমকে। সূত্রের খবর এখানে সোনম ৮০-৯০ এর দশকের এক অভিনেত্রীর চরিত্রে অভিনয় করবেন, যিনি একসময় সঞ্জয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন।

ছবিতে সোনম ছাড়াও রয়েছেন আনুশকা শর্মা। আনুশকা এখানে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। আগামী বছর এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা আছে।

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য