kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


কাজী হায়াতের ছবিতে বাপ্পি-মাহি?

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ২০:০৬কাজী হায়াতের ছবিতে বাপ্পি-মাহি?

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ আবারও ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। কাজী হায়াৎ আর ছবি নির্মাণ করবেন না-এমন একটা গুজব এতদিন ঢালিউডের আকাশে বাতাসে শোনা যাচ্ছিল।

কিন্তু নিজের ৫১তম ছবি নির্মাণের ঘোষণার মধ্য দিয়ে সেই গুজবের অবসান ঘটালেন তিনি।

সূত্র মারফত খবর, কাজী হায়াতের এই নতুন ছবির নাম ‘ঘুম’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন হালের জনপ্রিয় দুই নায়ক-নায়িকা বাপ্পি চৌধুরী এবং মাহিয়া মাহি। ইতোমধ্যে দুজনের সঙ্গেই চুক্তি সম্পাদন শেষ হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে এটাই হবে কাজী হায়াতের ছবিতে বাপ্পি-মাহির প্রথম কাজ।

ভিন্নধারার ছবি ‘ঘুম’ নির্মিত হবে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। ছবিটির চিত্রনাট্য এবং সংলাপ তৈরি করেছেন কাজী হায়াৎ স্বয়ং। শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।


মন্তব্য