kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


ফের অমিতাভ রেজার বিজ্ঞাপনে সুজানা

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ১৬:০২ফের অমিতাভ রেজার বিজ্ঞাপনে সুজানা

সাত বছর পর আবারও নন্দিত নির্মাতা অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর। প্রথম ছবি 'আয়নাবাজি'র দুর্দান্ত সাফল্যের পরপরই একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন অমিতাভ রেজা।

এতে সুজানার সহশিল্পী আশফাক নিপুন।

জানা গেছে, একটি কম্পানির সয়াবিন তেলের এই বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে রাজধানীর কোক স্টুডিও এবং সাভারের বিকেএসপিতে। প্রায় সাত বছর আগে অমিতাভ রেজার নির্দেশনায় গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন সুজানা। তবে এবারই প্রথম আশফাক নিপুনের সঙ্গে তার কাজ।

বিজ্ঞাপনটি দ্রুতই কয়েকটি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। দর্শকের কাছে বিজ্ঞাপনটির গ্রহণযোগ্যতা নিয়ে সংশ্লিষ্টরা বেশ আশাবাদী।


মন্তব্য