kalerkantho


কেন এই ছবিটি সোশাল সাইটে ভাইরাল?

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ১২:৫০কেন এই ছবিটি সোশাল সাইটে ভাইরাল?

ছবির তরুণী দুজন আমেরিকার ফ্যাশন মডেল এবং টিভি অ্যাঙ্কর। একজনের নাম কেন্ডেল জেনার এবং অন্যজনের নাম গিগি হাদিদ। সম্প্রতি একটি ম্যাগাজিনের দশম বার্ষিকী ইস্যুর কভার পেজের জন্য ফটোশুট করেন এই দুই মার্কিন মডেল। আর এই কভার পেজের ছবিটিই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।

কিন্তু এই ছবিতে এমন কী আছে যার জন্য এটি এভাবে ভাইরাল হলো? কারণটা বেশ অবাক করার মতোই। ছবিতে নাকি ধরা পড়েছে এই দুই মার্কিন মডেলের শরীরের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ অনুপস্থিত! কীভাবে এটা সম্ভব হতে পারে তা ভেবে কূল পাচ্ছেন না কেউ। আর তাই সোশাল মিডিয়ায় এই দুই সুন্দরীর ছবিটি নিয়ে আলোচনার ঝড়।

এবার ছবিটি দেখে বলুন তো এই দুই সুন্দরীর শরীরের ঠিক কোন বিশেষ গুরুত্বপূর্ণ অংশটি ছবিতে নেই? আসলে ছবিতে কেন্ডেল জেনার আর গিগি হাদিদের সামনের দিকে বাড়ানো পায়ে কোনো হাঁটু নেই। অথচ, কেন্ডেল জেনারের পেছনের দিকের পায়ে হাঁটু দেখা যাচ্ছে। না, তাদের দেহের কোনো অঙ্গই অস্বাভাবিক নয়। এ রকম হলে তারা র‌্যাম্পে হাঁটতে পারতেন না। এটা খুবই খারাপ মানের ছবি এডিটিং। যা এই ছবিটির ভাইরাল হওয়ার পেছনের রহস্য!


মন্তব্য