kalerkantho


হাতে ডাব নিয়ে নতুন বিজ্ঞাপনে হিরো আলম (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ১০:২৭হাতে ডাব নিয়ে নতুন বিজ্ঞাপনে হিরো আলম (ভিডিওসহ)

এবার নতুন এক বিজ্ঞাপনে দুই হাতে দুই ডাব নিয়ে অংশ নিলেন হিরো আলম। আর এ বিজ্ঞাপনে তিনি ক্যাফে ২৯ নামে একটি রেস্টুরেন্টের প্রচারণা চালিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুদিন যাবৎ হিরো আলমের বেশ নামডাক। নিজের স্বতন্ত্র ভঙ্গিসহ নানা বিষয়ে স্বাতন্ত্র্যের কারণে বহু মানুষই এখন হিরো আলমের ফ্যান।

সম্প্রতি অনলাইনে সবচেয়ে চর্চিত বিষয়গুলোর মধ্যে একটি হলো হিরো আলম। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে আলমের ভিডিও ও ছবি।
হিরো আলমে এর আগে বেশ কিছু গানের ভিডিওচিত্রে দেখা যায়। এরপর অনলাইনে নামডাক ছড়িয়ে পড়ে তার। কিছুদিন আগে হিরো আলমের উপস্থিতি দেখা যায় আরএফএল এর বিজ্ঞাপনে।

সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে তার নতুন বিজ্ঞাপনটি। এবার তার বিজ্ঞাপনটিও ভক্তদের মধ্যে সাড়া জাগাবে বলে আশা তাদের।

ইউটিউবে দেখুন বিজ্ঞাপনটি :


মন্তব্য