kalerkantho


এবার মঞ্চ মাতালেন আমির-কিরণ

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ০২:২৫এবার মঞ্চ মাতালেন আমির-কিরণ

সচরাচর কোনো অ্যাওয়ার্ড ইভেন্টে তাঁকে দেখা যায় না। সাংবাদিক সম্মেলনেও খুব মেপেই কথা বলেন। ছবির প্রোডাকশন, ডিরেকশন-সব কিছু নিখুঁত হওয়া চাই। তাই তিনি মিস্টার পারফেকশনিস্ট। পাবলিক ইভেন্ট বা প্রেস মিট, যেখানে থাকুন না কেন, সব কিছুতেই পারফেক্ট আমির খান। দঙ্গলের ট্রেলার লঞ্চ হওয়ার পরই মুম্বাইয়ের ফিল্ম ভেস্টিভ্যালে দেখা মিলল সপত্নীক-আমিরকে।

খবর এটা নয়। ভরা মিডিয়া গ্যালারির সামনে দেখা গেল এক অন্য আমিরকে। এতদিন আমিরের ইন্টেলেকচুয়াল দিকটিই ধরা পড়েছিল। এবার একেবারে রোম্যান্টিক মুডে পাওয়া গেল। জিও মামি মঞ্চে জনপ্রিয় সিনেমার ফেস্টিভ্যালে স্ত্রী কিরণকে চুমু খেয়ে তাক লাগিয়ে দিলেন আমির। এমন আমিরকে কেউ দেখেছেন কিনা, মনে করতে পারছেন না আমিরের বড় সমালোচকরাও।

সূত্র: এই সময়


মন্তব্য