kalerkantho


মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে পাকিস্তানি ছবিতে নিষেধাজ্ঞা বিতর্ক এড়ালেন আমির

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৬ ১৯:৪৮মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে পাকিস্তানি ছবিতে নিষেধাজ্ঞা বিতর্ক এড়ালেন আমির

মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে পাকিস্তানি ছবি দেখানোয় নিষেধাজ্ঞা কিম্বা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বিতর্কে নিজেকে জড়াতে চাইলেন না সুপারস্টার আমির খান।

১৮তম মুম্বাই অ্যাকাডেমি অফ মুভিং আর্টস (মামি) ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির। সেখানেই আমিরকে এই দুই প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তিনি বলেন, “মামি সে পুছো”।

উরি হামলার পর দেশে পাক শিল্পীদের বয়কটের ডাক দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা। 
মাল্টিপ্লেক্সগুলিতে ভাঙচুর করা হবে বলেও হুমকি দেয়। সেই সঙ্গে পাক অভিনেতাদের নিজেদের দেশে ফিরে যেতেও বলে। 

এমন পরিস্থিতিতে বহু বলিউড তারকা পাকিস্তানি শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার জানিয়েছেন, ভারত-পাক দু'দেশের মধ্যে বর্তমান যা সম্পর্ক, তাতে পাক শিল্পীদের সঙ্গে এই মুহূর্তে কাজ করতে চান না। 

এ ছাড়াও মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে পাকিস্তানি ছবি ‘জাগো হুয়া সাভেরা’ শেষ মুহূর্তে না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই দুই প্রসঙ্গেই মুখে কুলুপ এঁটেছেন আমির। 

উল্লেখ্য, মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি দেখানোর জন্য নির্বাচন করে যে রেস্টর্ড ক্লাসিক সেকশন, সেটির কমিটিতে রয়েছেন আমির খানের স্ত্রী কিরণ রাও।

প্রসঙ্গত, এর আগে “অসহিষ্ণুতা” ইস্যুতে বিতর্কে জড়িয়েছিলেন আমির। “রাষ্ট্রদ্রোহী” তকমাও দেওয়া হয় তাঁকে।
সূত্র-এবিপি


মন্তব্য