kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


অসুস্থ রজনীকান্ত

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৬ ১৯:০৫অসুস্থ রজনীকান্ত

সুপারস্টার রজনীকান্তের শারীরিক অবস্থা ভালো নয়। চিকিৎসার জন্য তিনি অ্যামেরিকা গেছেন।

সেখানে তিনি দু’সপ্তাহ থাকবেন। সেখানেই চেকআপ সারবেন তিনি। গতকাল রাতে চেন্নাই থেকে বিমানে অ্যামেরিকা রওনা হন রজনীকান্ত। রজনীকান্তের সঙ্গে গেছেন তাঁর পরিবারের সদস্যরাও। তাঁদের অ্যামেরিকা যাওয়া যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করা হয়। কিন্তু খবরটি প্রকাশ হয়ে পড়ে।

এর আগে মাস দু’য়েক যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। কাবালির মুক্তির সময় দেশে ফেরেন। গতকাল রাতে দেশ ছাড়ার আগে রজনীকান্ত অভিনেতা শিবাকার্তিকেয়ন ও প্রযোজক আর ডি রাজাকে ফোন করেন। রেমোর জন্য তাঁদের শুভেচ্ছা জানান।

কাবালির পর রজনীকান্ত এনথিরানের সিকুয়েল এনথিরান 2.0-র শুটিং করছিলেন। ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। ছবিটি পরিচালনা করছেন শঙ্কর। এছাড়া ধনুশের ছবিতেও কাজ করছিলেন রজনীকান্ত।


মন্তব্য