kalerkantho


বিগ বসে শাশুড়ির নিন্দায় মুখর যুবরাজের ভাবী

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৬ ২২:৪৩বিগ বসে শাশুড়ির নিন্দায় মুখর যুবরাজের ভাবী

শুরু থেকেই বিতর্ক বিগ বসের বাড়িতে। সাধারণ প্রতিযোগীদের মালিক আর সেলিব্রিটিদের চাকর বানিয়ে শুরু হয়েছে প্রথম পর্ব। আর এর মধ্যেই শ্বশুরবাড়ির নিন্দা করে শিরোনামে চলে এসেছেন আকাঙ্খা শর্মা। সম্পর্কে ক্রিকেটার যুবরাজ সিংয়ের ভাবী।

যুবরাজের ভাই জোরাওয়ার সিংয়ের সঙ্গে বিয়ে হয় আকাঙ্খার। কিন্তু, সম্পর্ক টেকেনি। বিবাহবিচ্ছেদ না হলেও বর্তমানে আলাদা থাকেন আকাঙ্খা ও জোরাওয়ার। রবিরার দর্শকদের সঙ্গে আকাঙ্খার আলাপ করান সালমান খান। তখনই তারকা ক্রিকেটার যুবরাজের পরিবারের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানান গুরুগ্রামের বাসিন্দা আকাঙ্খা।

বিগ বসের প্রথম এপিসোডেই, শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিষোদগার করা শুরু করেন আকাঙ্খা শর্মা। তাঁর অভিযোগের আঙুল মূলত যুবরাজ ও তাঁর মা শবনম সিংয়ের বিরুদ্ধে। শ্বশুরবাড়ির কারণেই তাঁর বিয়েতে সমস্যা হয় বলে অভিযোগ করেন তিনি।

চ্যানেল সূত্রে খবর, আজকের এপিসোডে ফের একবার যুবরাজের পরিবারের বিরুদ্ধে মুখ খুলবেন আকাঙ্খা। তাঁর দাবি, শুধুমাত্র নজর রাখার জন্য জোর করে তাঁর হানিমুনে হাজির হয়েছিলেন শ্বশুরবাড়ির সদস্যরা। আকাঙ্খার বিস্ফোরক অভিযোগ, শাশুড়ি শবনম নাকি তাঁকে গর্ভবতী হতে জোর করেছিলেন।

যদিও এই নিয়ে পালটা জবাব দিয়েছেন শবনম সিং। তিনি বলেন, ‘বিষয়টি আইনত। মামলা চলছে এই নিয়ে। ও নিয়ে মুখ খুলে আইন ভাঙছে।’ আজ বিগ বসে আকাঙ্খা কী বলেন, তাই দেখার! 


মন্তব্য