kalerkantho


খুন-অপহরণে অভিযুক্ত দুর্গার ‘কাহানি’ এবার সুজয়ের সিনেমায়

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৬ ২৩:৪১খুন-অপহরণে অভিযুক্ত দুর্গার ‘কাহানি’ এবার সুজয়ের সিনেমায়

চার বছর আগে বিদ্যা বাগচির কাহানিতে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। বলিউডের সেরা থ্রিলার সিনেমায় জায়গা করে নেয়া সেই সুজয় ঘোষের থ্রিলার ছবি কাহানি-আবার আসছে।

এবারের কাহানি নাকি আরও অনেক জমাট। আরও সাসপেন্স, আরও থ্রিলিং। অন্তত এমনটাই দাবি ছবি নির্মাতাদের। বিদ্যার কাহানিতে এবার চমক পুলিশের ভূমিকায় অভিনয় করা অর্জুন রামপালকে। আছেন টোটা রায়চৌধুরী। যুগল হংসরাজের প্রত্যাবর্তনও হচ্ছে কাহানি টুতে। ২০১২ সালে পরিচালক  'কাহানি'তে বিদ্যার বিপরীতে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়কে। এবার কাহানি টু-তেও কলকাতার নানা দৃশ্য দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

সামনে এল কাহানি টু-এর ফার্স্ট লুক। ফার্স্ট লুকে দেখা যাচ্ছে এবার বিদ্যা বালানের চরিত্রের নাম দূর্গা রানি সিং।  দূর্গাকে খুঁজছে পুলিশ...অপহরণ ও খুনের দায়ে অভিযুক্ত দূর্গাকে খুঁজতে পোস্টার দেয়া হয়েছে।

রেল স্টেশনে স্বামীর খোঁজে দাঁড়িয়ে থাকা অন্ত:স্বত্তা বিদ্যা বাগচির কথা এতো সহজে ভোলার নয়! ‘কাহানি’র সিক্যুয়লি ‘কাহানি-টু’কে ঘিরে তাই সবার মনে রয়েছে অনেক জল্পনা-কল্পনা। এ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালানকে। কিন্তু এবারে নতুন কি চমক থাকছে তার চরিত্রে?

 ডিসেম্বরের ২ তারিখ রিলিজ হওয়ার কথা এই সিনেমার।

সূত্র: জিনিউজ


মন্তব্য