kalerkantho


নিয়মিত হতে চান আয়নাবাজির জেল সর্দার

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৬ ১৫:১৬নিয়মিত হতে চান আয়নাবাজির জেল সর্দার

ছদ্ধবেশে অন্যের হয়ে জেল খাটতে গেছেন শরাফত করিম আয়না। সংক্ষেপে আয়না মিয়া। জেলে ঢোকার সময় তার কাছ থেকে কোনো অর্থ নেয় না জেল সর্দার। বরং জেলে গান শুরু হলে নিজের বিছানো জাজিম থেকে উঠে এসে আয়নার সঙ্গে নাচতে শুরু করেন। আয়নাবাজি চলচ্চিত্রে চঞ্চল চৌধুরীর সঙ্গে নাচ করা এই জেল সর্দারের নাম ড. ডি এম এফ দৌলা। আপন রিয়েল এস্টেট লিমিটেডের হেড অব অপারেশন্স কর্মকর্তা তিনি।

আয়নাবাজিতে জেল সর্দারের ভূমিকায় অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ''অমিতাভ রেজার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি একটি সিনেমা বানাবেন অনেকদিন ধরেই শুনছিলাম। আয়নাবাজির সবকিছু ঠিক হওয়ার পর তিনি আমাকে জেল সর্দারের ভূমিকায় অভিনয় করতে বলেন। আমি কোনোকিছু না ভেবেই রাজি হয়ে যাই। এখন মনে হচ্ছে খুব ভালো একটা কাজ করেছি। এ রকম একটা সিনেমার সঙ্গে থাকতে পারাটাই সম্মানের।''

ছেলেবেলা থেকে গান করতেন দৌলা। একটি ব্যান্ডও গড়েছিলেন। চাকরির কারণে গান থেকে সরে আসেন। তবে এখন থেকে অভিনয়ে নিয়মিত হতে চান এই করপোরেট কর্মকর্তা। জানান, নির্মাতারা চাইলে ভালো গল্পের যেকোনো চরিত্রে কাজ করতে ইচ্ছুক তিনি।


মন্তব্য